Monday, 21 December 2015

পান খেলে কি স্বাস্থ্যের কোন ক্ষতি হয়?

প্রায় অনেক মানুষকে দেখা যায় পান খেতে। এর কি স্বাস্থ্যগত কোন খারাপ দিক আছে? থাকলে তা থেকে প্রতিকারের উপায় কী?

পান খাওয়া একটি বাজে অভ্যাস ,যা দাঁতের খুবই ক্ষতি করে এবং মুখ গহবরে অনেক সমস্যা সৃষ্টি করে। পানের সাথে অনেকে জর্দা খায় যা প্রচন্ড ঝুঁকিপূর্ণ অভ্যাস। এছাড়াও চুন সুপারি খয়ের ও দীর্ঘদিন ব্যবহার করলে ক্ষতি হয়। তাই পান খাওয়ার অভ্যাস গড়ে না তোলাই ভালো। ধন্যবাদ পরামর্শ দিয়েছেন : সুলতানা পারভীন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পাবনা সদর ,পাবনা। 

No comments:

Post a Comment