Friday 18 December 2015

স্ত্রী এক মাসের প্রেগন্যান্ট কিন্তু এখন সন্তান নিতে চাইছি না, কী করবো?

আমার বিয়ে হয়েছে ৩ মাস। আমার স্ত্রী এক মাসের প্রেগন্যান্ট। কিন্তু আমি এখন বাচ্চা নিতে চাই না। এখন এই অবস্থায় কী করনীয়? কী করবো দয়া করে জানান।

আপনাদের যদি এটি প্রথম সন্তান হয়ে থাকে তবে গর্ভপাত না করানোই উচিৎ হবে। কারণ গর্ভপাত পরবর্তী বিভিন্ন জটিলতা হতে পারে, এমনকি পরে সন্তান ধারনের ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তারপরেও যদি গর্ভপাত করাতে চান, তবে স্বামী-স্ত্রী দুইজন একত্রে গর্ভধারণের ৪৯ দিনের মধ্যে একজন অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে গর্ভপাত করাতে পারেন। গর্ভপাতের এক সপ্তাহের মাঝে আবার একটি আল্ট্রাসনোগ্রাফি করে নিশ্চিত হতে হবে যে, গর্ভস্থ বস্তু সবটুকু বের হয়েছে কি না। না হলে পরবর্তীতে অন্য পদ্ধতিতে গর্ভস্থ বস্তু বের করতে হবে। ধন্যবাদ পরামর্শ দিয়েছেন : ডাঃ নিবিড় ইন্টার্ন চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ।

No comments:

Post a Comment