Friday 18 December 2015

মেয়েদের যোনির বহির্ভাগে চুলকানির (Pruritus Vulvae) কারণসমূহ

অনেক মেয়েদের ক্ষেত্রেই দেখা যায় তাদের শরীর দুর্বল হয়ে পড়লে যোনির বহির্ভাগে নানা প্রকার ফুসকুড়ি জন্মে এবং তাতে অতি কষ্টকর চুলকানি সৃষ্টি হয়। ইহাকে যোনির চুলকানি (Vulval Itch) বলা হয়ে থাকে। অনেক সময় এই চুলকানি অত্যন্ত বিরক্তিকর হয়ে উঠে এবং রোগিনী অস্থির হয়ে তীব্র অস্বস্থি বোধ করে থাকে।

বিভিন্ন কারণে এই চুলকানি হতে পারে তবে ট্রাই কোমনা নামক জীবানুর ইনফেকশনের জন্যই এটি সচরাচর হতে দেখা যায়। এছাড়া গনোরিয়া, সিফিলিস জীবানুর ইনফেকশনের জন্যও হতে পারে। কখনো কখনো কনট্রাসেপটিভ (বার্থ কন্ট্রোলের) বিষয় জনিত কারণে ইহা হতে পারে। এ সকল ক্ষেত্রে যথাযথ হোমিও ট্রিটমেন্ট নিলে এই সমস্যা অচিরেই দূর হয়ে যায়।

অনেক মেয়েদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় অপরিষ্কার থাকার কারনে যোনিদেশে চুলকানির সৃষ্টি হয়। অনেক সময় আবার পায়ু থেকে সূতা কৃমি গমনের কারনেও হয়ে থাকে। এলার্জির জন্য ভিটামিন বি কমপ্লেক্স এর অভাব হেতু অথবা ডায়বেটিস বা গ্লায়কোসুরিয়ার কারনেও নারীদের বহিঃজননেন্দ্রিয়ে চুলকানির সৃষ্টি হয়ে থাকে।

No comments:

Post a Comment